সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

134

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশের জেরে দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আরিফ হোসেন হারিসকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুক) মেসেঞ্জারে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই সাংবাদিক সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার নং-৬৫৮। জানা যায়, গত ১৬ মার্চ দৈনিক লাখোকন্ঠ পত্রিকায় “এখনো অধরা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কাসেম মন্ডল ও খালেক মাদবর গ্রুপ ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর ওই সাংবাদিকের ব্যাক্তিগত ফেইজবুক আইডির মেসেঞ্জারে গত ১৮ মার্চ বুধবার দুপুর পৌনে ১টার সময় alizan rulel নামের একটি আইডি থেকে লিখিত ও ভয়েজ রেকর্ডকৃত অশ্লীল গালাগালী করে খুন জখমের হুমকি প্রদান করা হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, একটি ফেসবুক মেসেঞ্জার থেকে হুমকি দিয়েছে বলে সাধারণ ডায়রীতে উল্লেখ করেছেন তিনি। আমার হুমকি দাতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছি।