শোক দিবস উপলক্ষে রোহিতপুরে আ.লীগের দোয়া ও তোবারক বিতরণ

302

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের শ্রেষ্ট মহানায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করেছে উপজেলার রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের উদ্বোধন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম।

উক্ত অনুষ্ঠানে আব্দুল খালেক মাদবরের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও মডেল থানা আওয়ামী লীগের সদস্য শেখ শাহাবুদ্দিন সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মডেল থানা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা মাষ্টার, মডেল থানা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব বদিউল আলম, রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোলাইমান জামান, সাধারণ সম্পাদক সাঈদ উদ্দীন সানজিব প্রমুখ।