কেরানীগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া, বৃক্ষরোপন, এতিম ও দুঃস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)
আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ যোহর র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান বিপিএম এর নির্দেশে ক্যাম্পের সকল মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। র্যাব-১০ এর আওতাধীন কেরাণীগঞ্জ, লালবাগ ও যাত্রাবাড়ী এলাকায় বৃক্ষ রোপন ও ৩৭৫ জন এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।