শিল্পপতি হাজী মোঃ শাহজাহানের কুলখানি অনুষ্ঠিত

1445

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ইয়ারা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ (ডিসেম্বর) বাদ আসর কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন। দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের প্রিয়তমা স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান মিসেস রাশিদা বেগম, মরহুমের ছেলে ও গ্রুপের  ম্যানেজিং ডিরেক্টর মোঃ সালাউদ্দিন,  কোম্পানির পরিচালক হাজী মোঃ সেলিম, মোঃ শফিকসহ পরিবারের সদস্যারা

উল্লেখ, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের মরহুম আফাজ উদ্দিন মাদবরের ছেলে ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ শাহজাহান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগেভুগছিলেন। গত ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।