নিজস্ব প্রতিবেদকঃ শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় নির্বাচন। ১১টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের মধ্যে ৯৪টি ওয়ার্ডে ৪৭৩ জন প্রার্থী মেম্বার পদে, ১৫ জন চেয়ারম্যান পদে ও সংরক্ষিত আসনে ১২৪ জনসহ মোট ৬১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে সব চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় উপজেলার রোহিতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। এখানে সাবেক মেম্বার ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা হাজী মোঃ খন্দকার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা (৫৮৮)কে মাত্র ১ ভোটের ব্যবধানে হারিয়ে মেম্বার নির্বাচিত হন।
উল্লেখ্য, ৬নং ওয়ার্ডে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।