রোহিতপুরে নৌকার প্রার্থী হাজী আব্দুল আলীর মনোনয়ন দাখিল

685

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে জমজমাট এখন কেরানীগঞ্জের নির্বাচন অফিস। সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মী সমর্থকদের আনাগোনায় মুখরিত এখন উপজেলা চত্বর। দলীয় প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জামা দিচ্ছেন মনোনয়ন পত্র। আজ ৩১ অক্টোবর(রবিবার) সকালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী তার কর্মী-সমর্থক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেলা ১১ টায় রিটার্নিং অফিসার মোঃ ইসমাইলের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান (সাবেক সদস্য কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ), মোঃ জজ মিয়া( সদস্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ), হারুন মাষ্টার (সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ), নাজিম আহমেদ, (যুগ্ন সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ), সালাউদ্দিন সাফিন( বিশিষ্ট শিল্পপতি), কামরুল হাসান মাসুম(সভাপতি, রোহিতপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক) ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ, রেজাউল করিম রিপন প্রমুখ।