সৌদি আরব(রিয়াদ) প্রতিনিধিঃ প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিদাত আল জাজিরা পেইন্ট ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আল খারিজ রোডের একটি মাঠে আট দলের ফাইনালে এনামুল হকের লাল দলকে ৮ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলমগী ফাইটার। প্রথমে ব্যাট করে এনামুল একাদশ ৭৭ রানেই গুটিয়ে যায়।
পরে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আলমগীর ফাইটার। বিজিত দলের আতিক হাসান ম্যান অব দ্যা ম্যাচ এবং জয়ী দলের আলমগীর হোসেন ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। বাংলাদেশী মালিকানাধীন রঙ প্রস্তুতকারী কোম্পানি মিদাত আল জাজিরার পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম ভূইয়া।
- এসময় উপস্থিত ছিলেন, মোঃ আক্তার, মোঃ ইসলাম, আয়নাল হক, বদিউজ্জামান, মোঃ উজ্জ্বল, ফারুক,সেলিম বাদল,ইকবাল,মন্টু,খালেদ প্রমুখ।