কেরানীগঞ্জ প্রতিনিধিঃ বুড়িগঙ্গা নদী হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে বসিলা নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় নিহতের পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও ছাই রঙের গোল গলা টি-শার্ট। ২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বুড়িগঙ্গা নদীর বসিলা প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।সম্ভবত লাশটি ২/১ দিন আগের হবে এবং লাশের গায়ে কোন আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। ময়নাতদন্ত শেষে এটা কি হত্যা না আত্মহত্যা তা নির্ণয় করা যাবে। লাশের পরিচয় সনাক্ত জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।