বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ শাহজাহান আর নেই

1470

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী অ-ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৫ ডিসেম্বর (বুধবার) সকাল ৭ঃ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, শিল্প ও ব্যবসায়ী অঙ্গনের নেতৃবৃন্দ। আজ বাদ আছর মরহুমের রোহিতপুরস্থ নতুন সোনাকান্দা গ্রামের নিজ বাড়ীতে জানাজা অনুষ্ঠিত হবে।

সোনার মানুষ এওয়ার্ড জয়ী হাজী মোঃ শাহজাহান ইয়ারা ইন্টারন্যাশনাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাঁর উদ্যোক্তা সক্ষমতা বিকাশ করেন এবং বৃহত্তম ইয়ারা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। দেশে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন এই শিল্পপতি। দেশবাসীর কাছে পিতার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন ইয়ারা ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন শাফিন।