বাঘের মুখ থেকে ফিরেছেন আহাদ ঢালী

202

নিজস্ব প্রতিবেদকঃ সুন্দরবনের বৈকারীর ছোট খাল। ঘটনাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারি, রবিবার বিকাল ৫টার দিকে।

পিছন থেকে আবু আহাদ ঢালীকে আক্রমণ করে বসে সুন্দরবনের বাঘ। সঙ্গী নূর ইসলাম গাজী ও বাবলু পালিয়ে আসেননি। সাহস নিয়ে এগিয়ে যান তাঁরাও। শিকার রেখে সরে পড়ে বাঘ।

আহত সঙ্গীকে নিয়ে তাঁরা দ্রুত ফিরে আসেন লোকালয়ে। শ্যামনগরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহাদ ঢালী। তাঁদের বাড়ী শ্যামনগরের টেংরাখালী।

ছবি: সংগৃহীত