কেরানীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, সবার রক্ত লাল, সবার রক্তে গড়া বাংলাদেশ, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দুরা যেমন মুসলমানদের ইদ উৎসবে অংশগ্রহণ করে তেমনি মুসলিমরাও হিন্দুদের নানা উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
বুধবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত শাড়ি লুঙ্গির বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে খুনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাস্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যারাই চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হিন্ধুদের পাশে আছে, থাকবে এবং ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নষ্ট করে দিবে।যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তারা কখনোই সফল হবেনা। আমরাই সফল হবো।
তিনি পূজারীদে উদ্যেশ্যে বলেন, এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং ঘোড়ায় চড়ে যাবেন যা ভালো লক্ষ্মণ নায়। আপনাদের প্রার্থনার গভীরতায় সে অমঙ্গল মঙ্গলে রূপ নেবে এটাই প্রত্যাশা।
কেরানীগঞ্জ মডেল থানা পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপত্বি এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মস্তান, মোহাম্মদ ইয়ামিনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কেরানীগঞ্জ কে হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য নিরাপদ ঘাটি হিসেবে উল্লেখ করে পুজো উৎযাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতার কথা ব্যক্ত করেন।