- স্পোর্টস ডেস্কঃফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোল করেছেন ব্রাজিলিয়ান সাবেক লিজেন্ড জুনিনহো। ৭৭টি গোল তিনি করেছেন ফ্রিকিক থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ ফ্রিকিক থেকে ৭৪টি গোল করেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রবার্তো ডিনামাইট। ৭৩টি গোল করে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলেরই আরেক তারকা মার্সেলিনহো কারিওকা। ৭০টি গোল করে চারে আছেন পেলে।
৬৬টি গোল করে তালিকার পাঁচে আছেন আর্জেন্টিনার ভিক্টর লিগ্রোটাগলি। সমান ৬৬টি গোল করে তালিকার ছয়ে আছেন রোনালদিনহো।
ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহাম ফ্রিকিক থেকে গোল করেছেন ৬৫টি, তিনি আছেন তালিকার সাতে। জাপানিজ তারকা সুনসুকে নাকামুরা ৬৩টি গোল করে আছেন তালিকার আটে। নয়ে থাকা ম্যারাডোনা, জিকোর গোল সংখ্যা ৬২টি।