নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা ও নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি এদেশে বিভিন্ন স্তরের মানুষ তাদের সহায়তা হাতও বাড়িয়ে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিন দূতাবাসে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে ঢাকার কেরানীগঞ্জের দারিদ্র বিমোচন গ্রুপ।
আজ ২৩ মে(রবিবার) সংগঠনের সভাপতি মোঃ ইয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান ফিলিস্তিন দূতাবাসে ২২ হাজার ৫’শ টাকার আর্থিক সহায়তা বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান কাছে তুলে দিন
এর আগে গত ১৭ মে ইসরায়েলের নৃশংসতার শিকার ফিলিস্তিনিদের জন্য অনুদান আহ্বান করে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। যেখানে মোবাইল ভিত্তিক অর্থ লেনদেনের পাশাপাশি সরাসরি বারিধারায় দূতাবাসে গিয়েও অনুদান জমা দেয়ার সুযোগ ছিল।
দূতাবাসের এই আহ্বানে সাড়া দিয়ে গ্রুপের সদস্যরা নিজের সহপাঠী, পরিবার ও কিছু মানবিক লোকের সহায়তায় দূতাবাসে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
DBG দারিদ্র্য বিমোচন গ্রুপ
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময় দেশ ও দশের সহায়তায় নিজেদের আত্মনিয়োগ করেন।