দেশে নতুন করে ২ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। দুইজন রোগী ইতালি ও জার্মানি থেকে এসেছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় তিনি বলেন, তারা আগে দেশে এসেছেন। তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
তিনি বলেন, একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে এনেছিলাম। এই দুজনের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে দেশে এসেছেন। এর আগে এদিন দুপুরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই।