নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা—২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেরানীগঞ্জ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ডা. হাবিবুর রহমান হাবিব
শনিবার (১৮ নভেম্বর) বেলা আড়াই টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঢাকা ২ আসন থেকে আমাকেই মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঢাকা-২ উপহার দিব।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মিজানুর রহমানসহ অনেকে।
আগামী সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানান তিনি।