ঢাকা মাওয়া সড়কে চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন ভাড়া ফ্রি

1326

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা মাওয়া মহাসড়কে মাওয়া-এয়ারপোর্ট লাইনে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনে চলন্ত বাসে জন্ম নিলো ফুটফুটে এক কন্যা শিশু। গত ৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে বাসটি(ঢাকা মেট্রো ব-১৫- ৬৯৮৮) মাওয়া থেকে ঢাকা আসার পথে শ্রীনগর উপজেলার দোগাছি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গর্ভবতী ঔ মায়ের প্রস্রব বেদনা শুরু হলে গাড়ী হতে পুরুষ যাত্রী নামিয়ে নারী যাত্রীরা একটি ফুটফুটে কন্যা শন্তা প্রস্রব করান।

পরে খবর পেয়ে প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া নবজাতক শিশুর সুচিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি নবজাত শিশু ও তার পরিবারের জন্য এই পরিবহনে চলাচল আজীবন বিনামূল্যে ভ্রমণ ঘোষণা করেন।

মা রওশন আরা বেগম (৩২) ও শিশু শ্রীনগর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছে। এবং উভয়ই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মোঃ নোমান মিয়া। তাদের বাড়ী ফরিদপুর বলে জানান গেছে।