কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদারের পদন্নোতি জনিত ও বিদায়ী সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা মাঠে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি)
শেখ মোঃ আলাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত শাহ জামান, সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ রওশনারা বেগম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ অনেকে। বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য মোঃ মারুফ হোসেন সরদার সদ্য অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক পদে পদন্নোতি পেয়েছেন।