ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি শাহ জামান  

192

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ওয়ারেন্ট তামিল,মামলার সুষ্ঠু তদন্ত, আসামী গ্রেফতারসহ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বীকৃতি স্বরুপ ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্বাচিত হয়েছে  দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।

রবিবার (৫ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ দমন সভায় জুলাই মাসের কাজের স্বীকৃতি স্বরুপ তার হাতে সার্টিফিকেট তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম।

শাহ জামান বলেন, এটা আমার একার কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। এ স্বীকৃতি আমাকে ভালো কাজে আরও বেশি অনুপ্রাণিত করবে। এ সম্মাননা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সকল অফিসার- ফোর্সের অক্লান্ত পরিশ্রমের ফসল। ভবিষ্যতে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে এই প্রত্যাশা করছি।