জাজিরা উপজেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসেবে আজ ৭ এপ্রিল (বৃহস্পতিবার) জাজিরা ইউনিয়নে ৩৭২ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য পৌছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের সর্বমোট ১০৮৮৯ টি পরিবারের মাঝে ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। এতে স্থানীয় জনসাধারণ সরকারের এমন উদ্যোগ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের রাশিদা বেগম জানান যে,এই রমজানে ২ বার ন্যায্যমূল্যে তেল,চিনি,ডাল এবং ছোলা কিনতে পারার কারনে তার অনেক সাশ্রয় হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান সোহেল,সহকারী কমিশনার ভূমি, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।