জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী ও সফল “ফ্রিল্যান্সার” ইকবাল মাহমুদ

354

নিজস্ব প্রতিবেদকঃ ২০০৭ সালের শেষলগ্নে সঙ্গীতগুরু আব্দুল মঈন এর হাত ধরে ‘কলরব প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ রহ.’ এর দর্শনে কলরবে ইসলামি সঙ্গীতের যাত্রা শুরু করেন, শুরু থেকে আজ অবদি চলছে তার সঙ্গীতের বিপ্লবী যাত্রা,

নিজে সঙ্গীত গাওয়া ছাড়াও তিনি গীতিকার এবং সুরকার হিসেবে জনপ্রিয়, তার কম্পোজ করা বহু জনপ্রিয় সঙ্গীত ইতিমধ্যে কলরব এবং তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে, তার সুরকরা ও গাওয়ার মধ্যে জনপ্রিয় কিছু সঙ্গীত হলো- কাফন আমার আপন, স্বপ্ন, ক্ষমা করে দাও, মুহাম্মাদ, ভবের খেলা, হামদে বারী তায়ালা, প্রিয়তমা জান্নাত, এলো রবিউল আউয়াল, বিপ্লবী বীরসহ বহুল আলোচিত সঙ্গীত।

ইসলামী সঙ্গীত নিয়ে ইকবাল মাহমুদ স্বপ্ন দেখেন ইসলামী বিপ্লবের, ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, কোন জাতি এগিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি, কেননা সেটাই হলো বিনোদনের বাজার, যেহেতু আমরা ইসলামী সংস্কৃতি চর্চা করি তাই ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইসলামী বিপ্লব ঘটবে সেখানে নিজেকে স্বার্থবিহীন কর্মী হিসেবে শামিল রাখতে চাই ইনশাআল্লাহ।

ইসলামী সঙ্গীতের পাশাপাশি আরেকটি বড় পরিচয় হলো ইকবাল মাহমুদ একজন সফল “ফ্রিল্যান্সার”, বিগত ৩বছর যাবত “লোগো এবং ব্রান্ডিং” ক্যাটাগরিতে সফলতার সাথে কাজ করে আসছে, তার প্রতিষ্ঠিত আইটি কোম্পানী “ইতকান” খুব শীঘ্রই সারাদেশব্যাপী জানান দিবে বলে তিনি জানিয়েছেন।

সবশেষে, পরিবার এবং কলরবের জন্য দোয়া চেয়ে ইসলামী সঙ্গীতের বিজয় কেতনে সবাইকে আহবান জানিয়েছেন।