জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহবান এ্যাড.কামরুলের

94

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি  নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস শুরু করছে। তারা দেশে একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে চায়। এরা নির্বাচন চায় না, এরশাদ-জিয়ার মত ক্ষমতায় আসতে চায়। বিএনপি-জামাত আগুন সন্ত্রাস করে দেশ কে পিছিয়ে নিতে চায়। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের প্রতিহত করতে হবে

তিনি আরও বলেন, শেখ হাসিনার অধিনেই নির্বাচন, নির্বাচনে কে আসলো কে আসলো তা দেখার বিষয় না, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক সোলাইমান মাদবর, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম চৌধুরীসহ অনেকে।