শামসুল ইসলাম সনেট: রাজনীতি খালেদা জিয়াকে মাইনাস করতেই বিএনপি নেতারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। রবিবার (২১ মে) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়না বলেই আদালতে যায় না। আদালতে যাওয়া ছাড়া আর রাষ্ট্রপতির ক্ষমা ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোন পথ নেই।
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপির নির্বাচন বন্ধের শক্তি নেই, তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনো বাংলার মাটিতে হবে না। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে আর সরকার কমিশনকে সহযোগিতা করবে।
প্রায় ২০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো। তবে কোন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মনির, রফিকুল ইসলাম মিল্টন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, সাংগঠনিক সম্পাদক রানা মোল্লাসহ অনেকে।