ক্লেমন কাপ ক্রিকেটে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির শুভ সূচনা

391

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ক্লেমন কাপ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ওরিয়্যান্ট একাডেমিকে ৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। আজ ১২ নভেম্বর (শুক্রবার) মুন্সিগঞ্জের রিকাবি বাজার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে ওপেনার মাহমুদুল হাসানের অনবদ্য অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর করে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করে ৪ রান বাকি থাকতেই ১৩৫ রানে থেমে যায় ঢাকা ওরিয়্যান্ট একাডেমি। অপরাজিত ৪৯ রানের সুবাদে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হম বিজয়ী দলে মাহমুদুল হাসান।