কেরানীগঞ্জ প্রতিনিধিঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জেও পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ ২০২১।
রবিবার (৬ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। পরে ভূমি কর ডিজিটালাইজেশন কার্যকরে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) কামরান হাসান সোহেল ও দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) সানজিদা পারভীন তিন্নি। কর্মশালায় উপজেলার বিভিন্ন ভূমি অফিসের প্রায় ৩৩ জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শুভাঢ্যা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হাসান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, রুহিতপুর ভূমি অফিসের (ক্যাম্প) উপসহকারি কর্মকর্তা নজরুল ইসলাম, রুহিতপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সহ ইউডিসি উদ্যোক্তাগণ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, সরকার ঘোষিত ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। সে লক্ষ্য বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ভূমি অফিসের প্রায় ৩৩ জন ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তিনি আরো বেলেন, প্রতি বছর ভূমি উন্নয়ন কর অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করা হবে । এজন্য সকল ভূমি মালিকদের ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসারও আহ্বান জানান উপজেলা কর্মকর্তা।