নিজস্ব প্রতিবেদকঃ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজ সোমবার (৪ এপ্রিল) সকালে সংগঠনটির সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব এর নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নেতা–কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্য শহীদদের কবরেও শ্রদ্ধা নিবেদন করে দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
কমিটির সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, যুগ্ম সম্পাদক ভিপি মনির হোসেন, শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক সদস্য শেখ শাহাবুদ্দিন সাহা, আবু সিদ্দিক, আই কে শাহীন, আলহাজ্ব সোলাইমান জামান, বদিউল আলম, ইঞ্জিনিয়ার মোঃ হান্নান প্রমুখ।