কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগাদান করেছেন শেখ মোঃ আলাউল ইসলাম। সোমবার (১৮ জুলাই) তিনি নতুন এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন।
শেখ মোঃ আলাউল ইসলাম ৩৬ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর বরিশাল বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে এবং সর্বশেষ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়য় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।
সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম জানান, আজকে আমার দায়িত্ব বুঝে নিলাম। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো। এই জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।