কেরানীগঞ্জ সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।
র্যাব মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল (১লা জুন) মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে
মোঃ বাঁধন সরদার (৪৮) ও মোঃ রহিম চৌকিদার (২৮) নামের দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ৮৭ ক্যান বিয়ার,৩ টি মোবাইল ফোন ও নগদ ১৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবারহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।