কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

345

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।

র‌্যাব মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,শনিবার (২৯শে মে) সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ
মোঃ জাফর (৪৫),মোঃ আনাস ইবনে জামান (২৬) ও মোঃ ওসমান রাফিন (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩০২ (তিনশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট,০৩ টি মোবাইল ফোন ও নগদ- ৯২০/- (নয়শত বিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।