কেরানীগঞ্জ ও কামরাঙ্গীচরে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী, ট্রাক জব্দ

352

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকা হতে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

২২ সেপ্টেম্বর (বুধবার) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া জিয়াসমিন সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একশত চুয়াল্লিশ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ মোঃ রানা (২৭) ও মোঃ সজিব হোসেন (২৩)
কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানী কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে তিনশত চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী বাবু (৩৪) নামে আরও
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।