কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। গত ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব ১০ এর একটি দল। আটককৃত ব্যক্তিরা হলো,
মোঃ চাঁনমিয়া (৪০) ও মোঃ কালু মিয়া (২৩)।এসময় তাদের কাছ থেকে দুই’শ গ্রাম হেরোইনস ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।
মোঃ চাঁনমিয়া (৪০) ও মোঃ কালু মিয়া (২৩)।এসময় তাদের কাছ থেকে দুই’শ গ্রাম হেরোইনস ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।