শামসুল ইসলাম সনেটঃ মরহুম হাজ্বী খালেক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পূর্ব জাজিরা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্ব জাজিরা বালুর মাঠকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাসমহল বালুচর এফ সি। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন।
হাজী মোঃ আবুল কাশেম মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারন সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া রহমান, কোন্ডা সাত নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম রফিক,আবদুর রহমানসহ প্রমুখ।
প্রতিভা সংঘের সভাপতি হাজী সুরুজ্জামানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করে।