কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

1907
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে  মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে
 রনি খান (৩৬) নামে এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের  রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারে সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত  হয়। নিহত রাজু  টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের শামসুল খানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,মোটরসাইকেল আরোহী ওভার টেকিং করতে গিয়ে
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে
 মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল
আরোহী নিহত হন।
হাসাড়া হাইওয়ে থানার এসআই ইউনুস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।