কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা বিলকাঠুরিয়া এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় (৩ জুলাই) স্থানীয় সাংবাদিক মাসুদ রানাসহ(দৈনিক বাংলাদেশের আলো, কেরানীগঞ্জ প্রতিনিধি) তার মা, মামা ও ব্যবসায়ী পার্টনারের উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই সাংবাদিক সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদি সাংবাদিক মাসুদ রানা বলেন, শুভাঢ্যা ইউনিয়নের বিলকাঠরিয়া এলাকায় কোন কেবল যুক্ত ইন্টারনেট লাইন নেই। তিনি পার্টনারশীপে নিজ এলাকায় ইন্টারনেট সেবা দিতে শনিবার (৩জুলাই) সন্ধ্যায় একটি বাড়িতে ইন্টারনেট কেবল সংযোগ দেয়ার সময় বাস্তা ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুলের ভাই সাবেক বিএনপি নেতা ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বাদল তাকে মোবাইল ফোন করে সংযোগ বন্ধ করতে হুমকি দেন। তিনি সংযোগ বন্ধ রাখেন। এর কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন, চারিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার পার্টনার সোহাগ কে মারধর করা হয়েছে। পরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে বাসার সামনে নজরুল ও সোবহানসহ অজ্ঞাতনামা কয়েকজন বাঁশ দিয়ে পিটায় এ সময় তার মা, মামা বাঁচাতে এসে হামলার শিকার হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা দঃ কেরানীগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি ও তার পরিবার বর্গ নিরাপত্তাহীনতায় ভোগছেন।