কেরানীগঞ্জে শিশুশ্রম নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

107

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে স্থানীয় পোষাক প্রস্তকারী কারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে  কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহমুদুল হাসান খান।

কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ফখরুল আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, গার্মেন্টস মালিক ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন