কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে নৌকা মার্কার পক্ষে ব্যপক প্রচারণা চালাচ্ছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ। সকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গোলাম বাজার ও চড়াইল এলাকার এবং বিকেলে কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি জনসাধারণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা জামিল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বাবুল হোসেন, সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এইচ এম আবিদ কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম রিপন, অ্যাডভোকেট সোহেল মাহমুদ,জাহিদ হাসান রনিসহ অনেকে।