কেরানীগঞ্জ প্রতিনিধিঃ মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
পরে ১৪ ডিসেম্বর সকল শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন,সমাজ সেবা অফিসার মোঃ ফখরুল আশরাফ, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলামসহ অনেকে।