কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ দেশে চলমান ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, অযথা ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। এসময় ১৬ জনকে সাতদিন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ২৪ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ২ জুলাই (শুক্রবার) কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া,আটিবাজার,ঘাটারচর ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী,চুনকুটিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালত তাদের শাস্তি প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, আইন মানুন,বাসায় নিরাপদে থাকুন,লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই,জেলে যাওয়ারও প্রয়োজন নেই।ভালো থাকুন,নিরাপদে থাকুন। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে।