কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

75

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৮ টায় মনুব্যাপারীর ঢালে শহীদ বেদীতে ফুল দিয়ে শুভেচ্ছা জনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন স্কুল—কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল, শতাধিক সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।