কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মুরগির খামারের ভিতর থেকে বাবুল মিয়া(৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বাবুল হযরতপুর ইউনিয়নের কানারচর গ্রামের মৃত মনসুর মিয়ার ছেলে।
আজ (৬ই নভেম্বর) শনিবার সকালে হযরত পুর ইউনিয়নের কানারচরে লিমেক্স ফ্যাক্টরির পশ্চিম পাশে নান্নু মিয়ার মুরগির খামারের ভিতর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই চুন্নু মিয়া জানান, নিহত বাবুল মিয়া নেশাগ্রস্ত হওয়ায় সে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। গতকাল শুক্রবার রাতে ২০০ টাকার চুক্তিতে মুরগির খামার পাহারা দেয়ার জন্য তাকে রাখা হয়। পরবর্তীতে আজ সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন খামারের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। সুরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি,তবে ময়নাতদন্তের পর এই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।