নিজস্ব প্রতিবেদকঃ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২২। ২৬ মার্চ (শনিবার) দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকালে স্থানীয় মনুবেপারীর ঢালে নির্মিত শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এরপর দিনের কর্মসুচী অনুযায়ী উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে পুষ্পার্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। উপজেলা পরিষদ মাঠে দিনভর চলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই সময় সরকারি ইস্পাহানি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ এর সাংসদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রওশনারা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেন (ভিপি মনির), মডেল থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ শাহাবুদ্দিন শাহা, আবু বকর সিদ্দীক,ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, বদিউল আলম, আলহাজ্ব সোলাইমান জামান প্রমুখ।