কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের উইমেন্স এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কেরানীগঞ্জের সোনাকান্দা পাইনাহাটি এলাকায় এই বুথের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও আদিল চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের ডিপুটি ডাইরেক্টর মি. জ্যাসন ল্যাম্ব ও বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোাগ্রাম অফিসার মিসেস স্নিগ্ধা আলি। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল হাসান মোল্লাহ, পোস্ট ব্যাংকিং প্রধান কাজী মর্তুজা আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুঞ্জুর আলম ও এজেন্ট ব্যাংকের মালিক জেসমিন আক্তার।
এ উইমেন এটিএম বুথে শুধু নারী গ্রাহকেরা সেবা পাবেন। ব্যাংক এশিয়া সারা দেশে পর্যায়ক্রমে আরো ৯৯টি উইমেন এটিএম বুথ স্থাপন করবে।