কেরানীগঞ্জে বিয়ারসহ মাদক কারবারি আটক

377

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে প্রাইভেটকারে পরিবহনের সময় বিপুল পরিমান বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ২৪ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ পানগাঁও পোট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কারে করে পরিবহনের সময় ১২০ ক্যান বিয়ারসহ মোঃ শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময়  তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪৮ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে বেশ কিছুদিন যাবৎ প্রাইভেট কারযোগে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।