কেরানীগঞ্জে বিনামূল্যে র‍্যাপিড ডেঙ্গু টেস্ট কার্যক্রমের উদ্বোধন

388

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিনামূল্যে র‌্যাপিড ডেঙ্গু টেস্ট কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ ৩১ জুলাই(শনিবার) সকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এবং শুভাঢ্যা ইউনিয়নে বিনামূল্যে “র‍্যাপিড ডেঙ্গু টেস্ট” কার্যক্রমের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান, শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন,জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, হাজী মোস্তাক আহমেদ ও নাসির উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী দিনে দ’টি কেন্দ্রে ৭০ জন করে মোট ১৪০ জন মানুষের দেহে ডেঙ্গু শনাক্তকরণে তাদের রক্ত সংগ্রহ করা হয়। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নেই এই কার্যক্রম চলবে।