কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আবুল কাশেম(২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ ১৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে উপজেলার রোহিতপুর বাজার সংলগ্ন রোহিতপুর উচ্চবিদ্যালয়ের পেছনে একটি বাড়ীতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছে আবুল কাশেম আয়নাল কন্সট্রাকশন এর অধীনে রোহিতপুর উচ্চবিদ্যালয়ে পাশে একটি বিল্ডিংয়ে কাজ করছিলো। কাজের শেষ পর্যায়ে একটি রড সোজা করতে গেলে রডটি পাশে থাকা বৈদ্যুতিক তারে লেগে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাজের সময় তার কোন সেফটি ব্যবস্থা ছিলোনা বলেও জানায় তার স্বজনরা।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আর রশিদ জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের নিকট হস্তান্তরের জন্য আবেদন করেছ। আমরা বিষয়টি ভেবে দেখছি।