কেরানীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা।

263

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মডেল থানা আওয়ামী যুবলীগের উদ্দোগে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮শে ডিসেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের সরকারি  ইস্পাহানি কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য (ঢাকা-২ সংসদ সদস্য) অ্যাডভোকেট কামরুল ইসলাম এম,পি। এসময় বক্তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে প্রায় দুই শতাধিক শীতার্ত অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।