কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ জুয়েল রানা(২৮) নামে এক পথচারী নিহত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শুভাঢ্যা উত্তর পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে। সে বাড়ী হতে চাকরীর ইন্টারভিউ দিতে বেড় হয়েছিলো বলে জানান তার শিক্ষক মোঃ সোহেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যাক্তি রোড পাড়াপাড় হওয়ার সময় হঠাৎ হোঁচট খেয়ে পরে যায়। এমত অবস্থায় মাওয়া থেকে গুলিস্তানের উদ্যেশে ছেড়ে আসা স্বাধীন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড) হাসপাতাল হাসপাতালে প্রেরণ করেছে। এবং নিহতের আত্মীয়-স্বজনরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৌছেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।