কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফেস্টুন ঝুলানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপন (২৬) নামের এক যুবকের মৃত্যু। নিহত স্বপনের পিতার নাম মোঃ আতাবর, সে আব্দুল্লাহপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী মাহমুদ জানান, আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেলে স্বপন তার মামা ও তেঘরিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী খবির মেম্বারের ফ্রেস্টুন লাগাতে বাড়ীর পাশের একটি বিল্ডিংয়ের ছাদে উঠলে সে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে প্রথমে তাকে আব্দুল্লাহপুর রহিমা ক্লিনিকে ও পরে আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে রহিমা ক্লিনিকের ম্যানেজার মোঃ সাদেক হোসেন জানিয়েছে, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি আজগর আলী হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।