কেরানীগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

293

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে নামাজরত অবস্থায় আব্দুল বারেক(৬০) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ নভেম্বর) আসর নামাজের সময় নতুন সোনাকান্দা বাস স্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে।  মৃত আব্দুল বারেক শেরপুর জেলার শ্রীবর্দী থানার বালিয়াচন্ডি গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা (ঢাকা বিসিক) এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী মসজিদের খাদেম জানিয়েন, মসজিদের নিয়মিত মুসল্লী আব্দুল বারেক আসর নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে সুন্নত নামাজ আদায় করছিলেন। নামাজরত অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়ে যায়। পরে অন্যান্য মুসল্লীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতদেহ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।