কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী বই মেলা ও পিঠা উৎসব। ১৬ ও ১৭ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উৎসবের শেষ দিনে হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতি মাস্টার স্মৃতি পাঠাগার এ মেলার আয়োজনকরে।
সংগঠনের সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল জলিল ভূঁইয়া ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক।