কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

2549

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ কেরানীগঞ্জের তারানগরে পুর্ব শত্রুতার জেরে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ মোকলেম(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। ৪ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলার সিরাজনগর(লাল কবর) গ্রামের জাহাঙ্গীর ও তার তিন ছেলে রায়হান(২০) হিমেল(১৭) ও জিহান(১৩) এ ঘটনা ঘটায়। ঘটনার পরপরই ঘাতক তিন ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।ঘাতক হিমেল

নিহতের মামাত ভাই নাজমুল জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের সাথে শত্রুতা ছিলো নিহত মোকলেসের পরিবারের। ঘটনার দিন বিকেলে মোকলেস তার জমিতে সিমের বিচি রোপন করতে গেলে সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার মামাত ভাই মোকলেসকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে মৃত্যু আগে তিনি জবানবন্দিতে খুনিদের নাম বলে গেছেন। নিহত মোকলেস দুই মেয়ে সন্তানের জনক। তার পিতার নাম মুসলেমউদ্দীন।ঘাতক জিহান

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুর আর রশীদ জানান, ঘটনার পরপরই ঘাতক তিন ভাইকে আটক করা হয়েছে। পলাতক জাহাঙ্গীরকেও আটকের চেষ্টা চলছে। এব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।